02 Jun 2025
Subject: ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ!
<p>বন্ধের নোটিশ!
তাং: ০২/০৬/২০২৫ইং (সোমবার)
সূত্র: ১১.২০২৫.পিপিএসসি.ঈ.আ.ব
</p><p>
এতদ্দ্বারা সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের কার্যার্থে জানানো যাচ্ছে যে, <span style="background-color: rgb(255, 255, 0);">আগামীকাল ০৩/০৬/২০২৫খ্রি. (মঙ্গলবার) হতে ১৯/০৬/২০২৫খ্রি. (বৃহস্পতিবার) পর্যন্ত "পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ" উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।</span> আগামী ২২/০৬/২০২৫খ্রি. (রবিবার) থেকে যথারীতি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট সকলকে উক্ত দিন থেকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া যাচ্ছে।
</p><p><b>
[বি.দ্র.- আগামী ০২ জুলাই ২০২৫খ্রি. (বুধবার) থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫/০৬/২০২৫খ্রি. তারিখের মধ্যে সকল বকেয়া ও পরীক্ষার ফি পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া যাচ্ছে। </b></p><p>
অধ্যক্ষ,ফরহাদ আরিফ
পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজ, মুসলিমাবাদ রোড, কাটগড়, পতেঙ্গা, চট্টগ্রাম।</p>